মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ |  অগ্রাহায়ণ ১১ ১৪৩১ |   ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

যেভাবে কৌশলগত শহর লিম্যান দখল করলো ইউক্রেন 

প্রকাশিত: ২ অক্টোবর ২০২২ ০৯ ০৯ ০২  

যেভাবে-কৌশলগত-শহর-লিম্যান-দখল-করলো-ইউক্রেন 

যেভাবে-কৌশলগত-শহর-লিম্যান-দখল-করলো-ইউক্রেন 

ইউক্রেনের দোনেস্কের পাশে দখল করা লিম্যান শহর হারাল রুশ সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত শহরটি হারানোয় বেকায়দায় পড়লো রাশিয়া। এটি কিয়েভের পাল্টা আক্রমণের বড় বিজয় ও মস্কোকে অপদস্ত করার একটি পদক্ষেপ। 

শুক্রবার ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে অন্তর্ভুক্তির ঘোষণার একদিন পর  লিম্যান শহর ছেড়ে আসল রুশ সেনারা।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জানান, লিম্যান শহর চারদিক থেকে ঘেরার পর রুশ সেনাদের সেখান থেকে সরিয়ে আনা হয়েছে। তাদের আরো সুবিধাজনক লাইনে সংযুক্ত করা হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেন, যদিও লিম্যান শহরে ইউক্রেনের সেনাবাহিনী পতাকা উড়িয়েছে, তবুও সেখানে যুদ্ধ চলমান রয়েছে। 

জেলেনস্কি জানান, লিম্যান থেকে পূর্বদিকে বের হওয়ার বড় সড়ক তস্কে দখলে নিয়েছে। 

হাজার হাজার রুশ সৈন্যদের ঘেরাও করার ঘোষণার পর নিরবতা ভেঙে বিবৃতি দেয় রাশিয়া। ঐ সময় রুশ সেনারা শহরের মধ্যেই অবস্থান করছিল। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী টুইটারে লিখেন, লিম্যান শহরে প্রায় সব রুশ সেনাদের হয় আটক করা হবে নতুবা হত্যা করা হয়েছে।

Provaati
    দৈনিক প্রভাতী
    এই বিভাগের আরো খবর